আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে একটি টুকটুকে (বাংলাদেশের সিএনজির মতো) ২৭ জন যাত্রী উঠেছে। পুলিশ ওই টুকটুক থামিয়ে এক এক করে যাত্রীদের নামিয়েছে। বিবিসি জানিয়েছে, সাধারণত এ ধরনের টুকটুকে তিনজন যাত্রী উঠতে পারে। তবে বিশেষায়িত টুকটুকে ছয়জন পর্যন্ত যাত্রী উঠতে পারে।
কিন্তু কোনো টুকটুকে এত বেশিসংখ্যক যাত্রী উঠতে পারে, এটি যেন কল্পনারও বাইরে। সে কারণে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, চালক ২৭ জন যাত্রী পরিবহন করছেন। টুকটুকটি পুলিশ থামানোর পর সেখান থেকে একে একে বের হন ২৭ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায়।
সূত্র : বিবিসি।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:০০