স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে দেশটির ক্রিকেটপ্রেমীদের একটা প্রশ্ন – কবে সেঞ্চুরির দেখা পাবেন কোহলি?
এদিকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হকের ব্যাট কবে হাসবে? এ প্রশ্ন দেশের ক্রিকেটপ্রেমীদের।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, নেতৃত্বের চাপ ও দলের বেশি ভাবতে গিয়েই মুমিনুলের ব্যাটিংয়ের এই হাল।
এরপর মুমিনুলের কাঁধ থেকে নেতৃত্বের চাপ সরিয়ে নিয়ে তাকে মুক্ত করা হয় ওয়েস্ট ইন্ডিজ সফরে। কিন্তু ‘যেই লাউ সেই কদু’ অবস্থা। সেখানেও প্রস্তুতিসহ এক টেস্টে ব্যর্থ মুমিনুল। দ্বিতীয় টেস্টে বাদ-ই পড়ে যান।
কিভাবে মুমিনুল আবার রানে ফিরবেন – সেই চিন্তায় বিভোর বিসিবিসহ দেশের ক্রিকেটপ্রেমীরা।
যদিও মুমিনুল নিজে চিন্তিত নন এখনো?
মঙ্গলবার একগণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স নিয়ে কথা বলেন মুমিনুল।
তিনি বলেন , ‘অধিনায়কত্ব ছেড়ে দিয়ে এক টেস্টে ভালো খেলতে পারিনি। তবে এ নিয়ে বেশি ভাবতে চাই না। এটা নিয়ে বেশি চিন্তা করলে ভালোর চেয়ে খারাপ বই কিছু হবে না। খারাপ ও নেতিবাচক চিন্তাই আসবে বেশি। আমি বরং পজিটিভ থাকতে চাই সবসময়। আগে ধীরে-সুস্থে চিন্তা ভাবনা করে নিজের ব্যাটিংয়ের খুঁটিনাটি দিকগুলো পর্যালোচনা করতে চাই। কোথায় কোন সমস্যা আছে, তা চিহ্নিত করতে চাই। টেকনিক্যাল না ট্যাকটিক্যাল প্রবলেম তাও খুঁজে বের করতে চাই।’
মুলতঃ দুশ্চিন্তা করে মাথা গরম করতে চান না লাল বলের সাবেক অধিনায়ক। ঠাণ্ডা মাথায় আগামী দিনের পথচলার কথা ভাবছেন তিনি। টেস্ট দলে অভিষেকের পর দুর্দান্ত সেই ফর্মে ফিরে যেতে এটাই সবচেয়ে ভালো উপায় বলে মনে করছেন মুমিনুল।
কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৩২