স্পোর্টস ডেস্ক : সময় যত গড়াচ্ছে, ব্যর্থতার বোঝা ততই ভারী হচ্ছে বিরাট কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে তার রান ছিল ১১ এবং ২০। সেই টেস্টে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে বিশ্রামে থাকলেও আজ দ্বিতীয় ম্যাচে কোহলি মাঠে নামবেন। যদিও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি মাত্র ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ খেলেছেন ৫ মাস আগে। তাই কোহলিকে দলে জায়গা দেওয়া নিয়েই প্রশ্ন উঠে গেছে।
এবারের আইপিএলেও কোহলি একদম ছন্দে ছিলেন না। তিনি জাতীয় দলে টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করেন। সেই জায়গায় নেমে শেষ ম্যাচে ১৭ বলে ৩৩ রান করে গিয়েছেন দীপক হুদ। কোহলিকে সুযোগ দিতে হলে দীপককে বাদ দিতে হবে। এছাড়া রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবেও দেখা যেতে পারে কোহলিকে। সে ক্ষেত্রে ঈশান কিশানকে জায়গা ছেড়ে দিতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঈশান সফল হলেও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে করেন ৮ রান।
এদিকে কোহলিকে টি-টোয়েন্টি দলে নেওয়ার বিষয়েই আপত্তি তুলেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তার যুক্তি, টেস্টে ৪৫০-এর বেশি উইকেট পাওয়ার পরেও আর অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাইরে থাকতে হয়, টি-টোয়েন্টি দলে কোহলিও অপরিহার্য নন। ভারতীয় গণমাধ্যমকে কপিল বলেছেন, ‘পরিস্থিতি এমন যে, কোহলিকে এবার টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হতে পারে। টেস্ট র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে একসময় এক নম্বরে থাকা ব্যাটারকেও টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া যেতে পারে। ‘
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২২