বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আগামী ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়িরা। স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশ থেকে বুধাবর এ তথ্য নিশ্চিত হওয়া যায়। ছয়দিনের ছুটির পরের দিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই শনিবার থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, উল্লেখিত সময়ে শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে। বিষয়টি ইতিমধ্যেই দু’দেশের ব্যবসায়িদেরকে জানানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান এ ব্যবসায়িক নেতা।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮