আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শপিং মলে বন্দুক হামলার ঘটনায় তিন জন নিহত হয়েছে। ওই হামলাকারী মানসিক সমস্যায় ভুগছে বলে জানিয়েছে ডেনমার্ক পুলিশ। সোমবার পুলিশ বলেছে, ‘সন্দেহভাজন একজন মানসিক রোগে আক্রান্ত, এর বাইরে আপাতত আমরা আর কোন মন্তব্য করতে চাই না।’
পুলিশের দাবি, হামলাকারী এলোপাতারি গুলি চালিয়েছে, তিনি আসলে কোন লিঙ্গ বা নির্দিষ্ট কোনও লক্ষ্যবস্তুতে হামলা চালাননি। হামলাকারী একাই হামলা চালিয়েছে বলেও দাবি করেছে পুলিশ। রবিবার বিকেলে শপিং মলে হামলার ঘটনায় তখনই এক সন্দেহভাজনকে আটক করা হয়। জানানো হয় তার বয়স ২২ বছর এবং তার কাছ থেকে রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫