আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের অঞ্চল থেকে খাদ্যশস্য নিয়ে রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজ কৃষ্ণসাগর পার হচ্ছিল। রুশ বাহিনী ‘খাদ্যশস্য চুরি করে’ পাচার করছে অভিযোগ করে তুরস্কের প্রতি জাহাজটি জব্দ ও আটকের অনুরোধ জানিয়েছিল কিয়েভ। রয়টার্সের খবরে বলা হয়েছে, তুরস্কের কাস্টম কর্তৃপক্ষ রাশিয়ার কার্গো জাহাজটি আটক করেছে। রবিবার ইউক্রেনের তুর্কি রাষ্ট্রদূত এই তথ্য জানান।
ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বদনার নিজ দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, জাহাজটি কারাসু বন্দরের প্রবেশপথে নোঙর করা আছে। তুরস্কের কাস্টম কর্তৃপক্ষ জাহাজটি আটক করেছে। ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, আগামীকাল সোমবার তুরস্কের তদন্তকারীদের সভা শেষে জাহাজটি ভাগ্যে কী ঘটবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। খাদ্যশস্য জব্দ করা হবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৫