আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যায় ব্যবহৃত বুলেট পরীক্ষা করবে বলে রোববার জানিয়েছে ইসরাইল। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি কোনো সেনার গুলিতেই শিরিন নিহত হয়েছেন কী না তা নিশ্চিত করতেই বুলেটটি পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ইসরাইল। পরীক্ষার পুরো প্রক্রিয়াটি একজন মার্কিন পর্যবেক্ষকের উপস্থিতিতে সম্পন্ন হবে এবং কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইল।
এদিকে, শনিবার মার্কিন নিরাপত্তা সমন্বয়কের কাছে ওই বুলেট হস্তান্তর করেছে ফিলিস্তিন। তবে ইসরাইল বুলেটটি পরীক্ষায় অংশ নেবে বলে তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
যদিও ৪ জুলাই মার্কিন স্বাধীনতা দিবসের প্রাক্কালে ওয়াশিংটনের তরফ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১১ মে জেনিনে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করতে যান শিরিন আবু আকলেহ ও অন্যান্য সাংবাদিকরা।
এ সময় শিরিনের মুখে এসে আঘাত করে একটি বুলেট। সেই একটি বুলেটের আঘাতেই মৃত্যু হয় তার।
শিরিন ১৯৯৭ সাল থেকে আল জাজিরার হয়ে কাজ করেছিলেন। তিনি তার রিপোর্টে তুলে আনার চেষ্টা করেছেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের নিগ্রহের বিষয়টি।
দাবি করা হচ্ছে, ফিলিস্তিনি এ সাংবাদিককে টার্গেট করে গুলি করে ইসরাইলি স্নাইপার।
শিরিনের মুখে যখন গুলি লাগে তখন তিনি হেলমেট ও প্রেস লেখা জ্যাকেট পরে ছিলেন।
কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:১২