স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ হকির শেষটা জয়ে রাঙাতে পারল না বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। এই হারে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করল বাংলাদেশ। বুধবার জাকার্তার জেবিকে ফিল্ড মাঠে র্যাংকিংয়ে ১৮তম স্থানে থাকা পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি ২৭তম স্থানে থাকা বাংলাদেশ।
প্রথম দুই কোয়ার্টারে দুই গোলে পিছিয়ে পড়ার পর তৃতীয় কোয়ার্টারে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ও চতুর্থ কোয়ার্টারে আরো তিন গোল করে বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় পাকিস্তান। এর আগে পুল ‘বি’-তে তিন ম্যাচের একটিতে জেতে বাংলাদেশ। কোরিয়ার কাছে হারের পর ওমানের বিপক্ষে জিতে আশা বাঁচিয়ে রাখলেও মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হার, সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়। স্থান নির্ধারণী ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করে। কিন্তু পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭