স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সদ্যসমাপ্ত শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটরক্ষক ছিলেন লিটন কুমার দাস। সিরিজ শেষে তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আধুনিক ক্রিকেটে সঠিক রিভিউ নেওয়ার ওপর ম্যাচের ভাগ্য কিছুটা হলেও নির্ভর করে। লেগবিফোরের ক্ষেত্রেও তাই। ব্যাপারগুলো কাছ থেকে দেখার সুযোগ হয় কিপারের। অথচ এ জায়গায় খানিক হতাশ করেছেন লিটন।
উইকেটরক্ষক লিটন কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, তার ব্যাখ্যা দিয়েছেন দলের ফিল্ডিং কোচ শন ম্যাকডরমট। মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমকে ম্যাকডরমট বলছিলেন, শুধু লিটনই নয়, আমার মনে হয় আম্পায়াররাও অনেক সময় এসব মৃদু শব্দ শুনতে পায় না। এখানে খুবই সূক্ষ্ম বিষয় থাকে এবং এটি খুবই কঠিন আসলে। এছাড়া তার তো স্টাম্প থেকে অনেক দূরে দাঁড়াতে হয়। কখনো কখনো সে এসব মৃদু শব্দের ক্ষেত্রে আম্পায়ার বা বোলারের চেয়ে বেশি দূরে থাকে।
তিনি আরও বলেন, আমার মনে হয় না লিটন খুব বেশি মিস করেছে। আমার মতে, এটা মাঝে-মধ্যে কোইন্সিডেন্স। মাঝে-মধ্যে স্টাম্প মাইকও ঠিকঠাক ধরতে পারে না এগুলো। আমাদের কাছে যা আছে তা নিয়েই কাজ করে যাচ্ছি। আমার মতে, লিটন উইকেটের পেছনে অসাধারণ কাজ করে যাচ্ছে।
কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৩