স্পোর্টস ডেস্ক : ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় বিপর্যস্ত জীবন যাপন করছে দেশটিতে বসবাসরত মানুষেরা। রাশিয়ার এমন কাণ্ডে অধিকাংশ দেশই ইউক্রেনের প্রতি সংহতি জানিয়েছিল। এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে ইউক্রেনের পাশে দাঁড়ালেন লিভারপুল কোচ ইয়র্গুন ক্লপ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ইউক্রেনের মানুষদের জন্য খেলবে লিভারপুল।
তৃতীয়বারের মত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ফ্রান্সের প্যারিসে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। গত আট বছরে পঞ্চমবারের মত ফাইনাল খেলবে রিয়াল। আর তিন পাঁচ বছরে তিন বার খেলতে নামবে লিভারপুল। এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। কিন্তু ইউক্রেনের উপর রাশিয়ার হামলার কারণে সেখান থেকে ফাইনাল সরিয়ে প্যারিসে নিয়ে আসা হয়। প্যারিসে ফাইনাল সরিয়ে আনায় খুশি ক্লপ,’আমি খুশি যে ম্যাচটি হাজারো কারণে এখানে হচ্ছে। যুদ্ধ এখনও চলছে এবং আমাদের এ নিয়ে ভাবতে হবে। ‘
রাশিয়ার আগ্রাসনে বড় ক্ষতির মুখে পড়ে ইউক্রেনের নাগরিকেরা। যেকারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ইউক্রেনের মানুষদের জন্য খেলবে লিভারপুল এমনটা বলেছেন ক্লপ,’আমরা ফাইনাল ম্যাচটি ইউক্রেইনের মানুষদের জন্য খেলব। আমি নিশ্চিত, ইউক্রেইনের কিছু মানুষ ম্যাচটি দেখতে পারবে এবং আমরা তাদের জন্য খেলব, শতভাগ। ‘
কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০