সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত নেত্রকোনায় নানা আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন নেত্রকোনায় জেলা ছাত্রদল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল জয়পুরহাটে ফান্ড রেইজিং স্ট্রাটেজি ডেভলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাঙামাটিতে বার্মিজ বোর্টভর্তি ভারতীয় সিগারেটসহ পাহাড়ি যুবক আটক নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান্ডের সাবেক তারকা শরীয়তপুরে বাণিজ্যিক ভিত্তিতে পিঠা উৎপাদন বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত॥ মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির

২৭৪০০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। এ ছাড়া এ যুদ্ধে রাশিয়ার ২০০ যুদ্ধবিমান, ১ হাজার ২২০টি ট্যাংক, ১৬৪টি হেলিকপ্টার ও ৪১৫টি ড্রোন ধ্বংস করারও দাবি করেছে ইউক্রেন। খবর আনাদোলুর। ইউক্রেনের সেনাবাহিনী সোমবার এ দাবি করেছে। দেশটির সেনাপ্রধান গণমাধ্যমকে এ তথ্য জানান।

গত কয়েক দিনে কমপক্ষে ২০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। কিয়েভ আরও দাবি করেছে, তাদের সেনারা রাশিয়ার ১৯৫টি রকেট লঞ্চার, ২ হাজার ৮৭টি সামরিক যান, ৯৫টি ক্রুজ মিসাইল এবং ১৩টি নৌযান ধ্বংস করেছে। অন্যদিকে রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেনকভ বলেন, সুমি অঞ্চলের স্ফিলেভকা এলাকার কাছে ইউক্রেনের ওই দুটি এস-৩০০ ধবংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার বিমানবাহিনী রোববার ইউক্রেনের আরও ৩২টি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এ পর্যন্ত ইউক্রেনের ১৬৫টি যুদ্ধবিমান, ১২৫ হেলিকপ্টার, ৮৭৯ সামরিক যান, ৩০৬ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ৩ হাজার ৯৮ ট্যাংক, ৩৮১ মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ১ হাজার ৫২৫টি মর্টার এবং ২ হাজার ৯৩৪টি অত্যাধুনিক সামরিক যান ধ্বংস হয়েছে রাশিয়ার হামলায়। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৫৭৩ বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ৮১৬ জন আহত হয়েছেন বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হচ্ছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের দাবি। এ পর্যন্ত ৬১ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছেন। এ ছাড়া দেশটির ৭৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit