স্পোর্টস ডেস্ক : ৮ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের পাঁচবার শিরোপাজয়ী দলটি এবার করুণ অবস্থায় আছে। তাদের প্রথম জয়ে বড় অবদান ড্যানিয়েল স্যামসের। গতকাল শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কায়রন পোলার্ড আউট হওয়ার পর তিনি ক্রিজে আসেন। প্রথম বলেই ছক্কা মেরে জিতিয়ে দেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। সেইসঙ্গে গড়েন ইতিহাস।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে বল হাতে ৩১ রানে ১ উইকেট নিয়েছিলেন স্যামস। ৪ ওভার বল করে স্পটলাইট কাড়তে না পারলেও ব্যাট হাতে একটি মাত্র বল খেলেই আইপিএলের ইতিহাসে জায়গা করে নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অজি তারকা। ১৯.১ ওভারে স্যামস যখন ক্রিজে আসেন, জয়ের জন্য মুম্বাইয়ের তখন প্রয়োজন ছিল ৫ বলে ৪ রান। এর মাধ্যমেই তিনি হয়ে যান আইপিএলে ব্যাট হাতে মাঠে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো তৃতীয় ক্রিকেটার। প্রথমবার এই কীর্তি গড়েছিলেন আদিত্য তারে। কাকতলীয়ভাবে তিনিও ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ জিতিয়েছিলেন! ২০২০ সালে ব্যাঙ্গালোরের বিপক্ষে দ্বিতীয়বার এই কীর্তি গড়েন পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান।
কিউএনবি/আয়শা/১ মে, ২০২২ | ১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:০০