শতবর্ষী মধু সুধন পালের প্রয়াণ লাকড়ি হাতে ছুটে এলেন মুসলিম শুভাকাংখীও
Reporter Name
Update Time :
শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
২০৬
Time View
বাদল আহাম্মদ খান আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, বড় বাজার ব্যবসায়ি কমিটির সাবেক সাধারণ সম্পাদক, শ্রী শ্রী রাধামাধব আখড়া কমিটির সাবেক প্রধান উপদেষ্টা, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান কমিটির সাবেক সভাপতি, প্রবীণ হিতৈষি সংঘের সাবেক সহ-সভাপতি মধু সুধন পাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্বগচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর পাঁচ মাস। মধু সুধন পাল দুই সপ্তাহ আগে রক্তচাপজনিত অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। দু’দফা চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে নিজ বাড়ি রাধানগরে আনা হয়। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি নিয়মিত চশমা ছাড়া পত্রিকা পড়তেন। ছেলেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও বসতেন তিনি।
আজ শনিবার সকাল নয়টায় রাধানগরের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণে তাঁর অন্তেস্ট্রিক্রিয়া সম্পন্ন হয়। মধু সুধন পাল ছয় পুত্র সন্তান ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন। প্রায় ২৭ বছর আগে তাঁর স্ত্রী সুভাশিনি পাল মারা যান। তিনি সাত প্রজন্ম দেখার ভাগিদার ছিলেন। বাংলাদেশ, ভারত, আমেরিকায় তাঁর ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনের বসবাস। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু তাঁর নাতি।
লোকনাথ সেবাশ্রমে তার অন্তেষ্ট্রিক্রিয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শেষ বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবুল মুনসুর মিশন, ফ্লোরিডা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নেসার আহমেদ খলিফা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণ কমিটির সভাপতি হিরালাল সাহা, শ্রী শ্রী রাধামাধব আখড়া কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, ভোরের কাগজের প্রতিনিধি জুটন বনিক।
পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মধু সুধন পালের ছেলে তুলশী কান্ত পাল। এ সময় রাধানগর গ্রামবাসী, সাংবাদিক সমাজ, পূজা উদযাপন পরিষদ, রাধামাধব আখড়া, লোকনাথ সেবাশ্রম, অরুণ সংঘ, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, স্বর্গী অনিল বিশ^াসের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন শ্মশাণে আসার সময় হিন্দুদের প্রথার মতো সাথে করে একটি লাকড়ি নিয়ে আসেন। বিষয়টি অসাম্প্রদায়িক চেতনার আবহ হিসেবে উপস্থিত সবার মাঝে নাড়া দেয়। আলোচনা সভায় বক্তারা মধু সুধন পালের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহবান জানান।