আমিনুর রশীদ চৌধুরী রুমান, শ্রীমঙ্গল প্রতিনিধি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন সময় জব্দকৃত মাদকদ্রব্য বুধবার ২৭শে এপ্রিল বিকালে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক এর উপস্থিতিতে শ্রীমঙ্গল থানার বিভিন্ন মামলায় জব্দকৃত নিম্ন বর্নিত আলামত সমুহ বিধি মোতাবেক ধ্বংস করা হয়।
ঐ সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশিদ তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এবং থানার মালখানার দায়িত্বরত অফিসার এসআই/প্রদীপ কুমার মজুমদার উপস্থিত ছিলেন। ধ্বংসকৃত মালামাল গুলো হলো :-(ক) ৬৬৯ লিটার দেশীয় তৈরী চোলাইমদ। (খ) ৪৬৭৪ লিটার ৬০০ গ্রাম ওয়াশ মদ। (গ) ২১০০০ (একুশ হাজার) পিস ভারতীয় শেখ নাসির বিড়ি। (ঘ) ৭৯ কেজি পলিথিন। (ঙ) ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট (চ) ০১টি রক্তমাখা পুরাতন কাঁথা। (ছ) ০১টি রক্তমাখা পুরাতন টিয়া রংয়ের কম্বল। (জ) ০১টি ছাই রংয়ের পুরাতন রক্তমাখা বালিশ।