
ডেস্কনিউজঃ পোল্যাডে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি দেশটির দক্ষিণ-পূর্ব শহর রেজেসজোতে অবস্থান করছেন। এটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে দেখা করবেন মার্কিন এই প্রেসিডেন্ট। এছাড়া পরবর্তীতে তিনি রাশিয়ার আক্রমণ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয় শরণার্থীদের সাহায্যকারী বেসরকারি সংস্থার সঙ্গে দেখা করবেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ন্যাটোর বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে পাড়ি দেন বাইডেন। এরপর তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে গেলেন।
কিউএনবি/বিপুল/ ২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৯