
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : গত বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জে স্বল্পোন্নত হতে উন্নয়ন শীল দেশে উত্তরণ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বিকেলে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন
কিউএনবি/আয়শা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৯