
আমিনুর রশীদ চৌধুরী রুমান, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার শ্রীমঙ্গলে হৃদয় শ্রীমঙ্গল একটি সামাজিক সংগঠন প্রতি বছরের ন্যায় এবারো শুরু করতে যাচ্ছে গরিব ও অসহায় মানুষ মাঝে পবিত্র রমজান মাসে উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ। সংগঠনের ই’সি বোর্ডের নির্দেশনা মোতাবেক বাংলাদেশে ২৩ বিশিষ্ট সমন্নয়ক কমিটি প্রদান করা হয়। এর মাধ্যমে জানা যায় হৃদয়ে শ্রীমঙ্গল এই রমজান মাসে প্রায় ১ হাজার মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। গতকাল সোমবার (২১ মার্চ) হৃদয়ে শ্রীমঙ্গলের ২৩ বিশিষ্ট কমিটি নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শহরের সাহীবাগ এলাকায় হৃদয়ে শ্রীমঙ্গলের প্রদান সমন্নয়ক জনাব মুসাব্বির আলী মুন্না’র বাসভবনে। এতে হৃদয়ে শ্রীমঙ্গল ইউ’কে সভাপতি, জনাব জহির উদ্দিন চৌধুরী বাবলু এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয় শ্রীমঙ্গলের ইউ’কে যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব, শেখ মো.আব্দুর নূর এছাড়াও উপস্থিত থেকে প্রস্তুতি সভায় ২৩ বিশিষ্ট কমিটির প্রদান দুই সমন্নয়ক মুসাব্বির আলী মুন্না ও সালেহ আহমদ চৌধুরী সহ উপস্থিত তেকে বক্তব্য রাখেন, মো. মসদ্দর আলী, আশিকুর রহমান আশিক,কামরুল হাসান দুলন,মো.মোবারক হোসেন,প্রতাব গোয়ালা, মো.কৃষক আব্দুল মজিদ, মো, রুবেল আহমেদ,রুমন আহমেদ চৌধুরী, মো.মাসুম আহমেদ,রাজু আহমেদ,রুবেল সহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। বক্তরা বলেন প্রতি বছরের ন্যার এবারো আবার রমজান মাস উপলক্ষে গবির মানুষের ইফতার ও সেহেরির জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই খাদ্য সামগ্রী বিতরণের জন্য রামাদ্ধান প্রজেক্ট বাস্তবায়ন ২৩ বিশিষ্ট কমিটি প্রদান করা হয়। এ কমিটির মাধ্যমে ১ হাজার পরিবারকে তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য রামাদ্বান প্রজেক্ট বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২