
সিলেট প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম জলিল বলেন, আজকের মেধাবি ছাত্ররা আগামী দিনের দেশ গড়ার কারিগর, তারাই আগামী দিনে দেশ, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে ন্যায় ও ইনসাফ ভিক্তিক সমাজ ও দেশ গঠনে রাখবে অগ্রনী ভুমিকা। তাই নৈতিক চরিত্র উন্নত করার জন্য এখন থেকে নিজেরাই চেষ্টা চালিয়ে যেতে হবে। ভালো লেখা পড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর রূপ নিয়েছে মাদকদ্রব্য। যা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে আমাদের তরুণদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিত্তিমূল।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের উদ্যোগে ২২ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় মহানগর মজলিস মিলনায়তনে এইচ এস সি ও আলিম উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মহানগরীর ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের এমসি কলেজ সভাপতি খালেদ আহমদ ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখা সভাপতি আব্দুল বাসিতের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, সংগঠনের সাবেক রংপুর জেলা সভাপতি মাওলানা নুর নবী, সিলেট মহানগর সেক্রেটারি লিটন আহমেদ জুম্মান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, ছাত্র মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আহমদ সোহান, মাদ্রাসা বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, মহানগরীর সাবেক প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আলী, শাবিপ্রবি শাখার বায়তুলমাল সম্পাদক হোসাইন আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদন মোহন সরকারি কলেজ শাখা সভাপতি মুহাম্মদ শামীম, আহমাদ সালমান, ওমর ফারুক শাহাদাত, রাফিজুর রহমান সালমান, শাহনুর ইসলাম, আব্দুল মুহিত প্রমুখ।
কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১