
সিলেট প্রতিনিধি : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জন করে পুরোহিত ও সেবাইতদের সাবলম্বী হতে হবে। বর্তমান সরকার জনগণকে সাবলম্বী করতে নানা ধরণের প্রশিক্ষণ বাস্তবায়ন করছে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপা মো. আনিছুর রহমান খান, সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমান। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) নির্মল কুমারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এড. রঞ্জন ঘোষ, মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, দৈনিক উত্তরপূর্ব’র নিজস্ব প্রতিবেদক বাপ্পা মৈত্র, ফটোসাংবাদিক পল্লব ভট্টাচার্য্য। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪