সাভার প্রতিনিধি : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ঈসমাইল হোসেন বকুল ভূঁইয়া। সেই সাথে সকলকে এই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন এই যুবলীগ নেতা। বকুল ভূঁইয়া বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মাধ্যমে আমরা যেমন আমাদের স্বাধীনতাকে উদযাপন করি ঠিক তেমনি শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকি এর সাথে সাথে আমাদের সকলের উচিত এই দিনটি অঙ্গীকার বদ্ধ হওয়ার যাতে করে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের এবং স্বাধীনতা দিবসের মর্যদাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি এবং সমুন্নত রাখতে পারি।
এছাড়াও আমাদের নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা দিবস এবং সংগ্রামের সঠিক তথ্য গৌরবগাঁথা পৌছে দিতে সচেষ্ট থাকতে হবে। এই রাতে বহু সংখ্যক মানুষকে তারা নৃশংসভাবে হত্যা করে। বহু বুদ্ধিজীবীকে হত্যা করে এবং ধরে নিয়ে যায়। এর মধ্যে অনেকের লাশ পাওয়া যায় আবার অনেককে আর খুঁজেই পাওয়া যায় না। পরদিন ২৬ মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এবং মুক্তিযুদ্ধের ডাক দেন। তার এই ডাকে সাড়া দিয়েছিল এদেশের সর্বস্তরের জনগণ।
কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৬