আমিনুর রশীদ রুমান, শ্রীমঙ্গল প্রতিনিধি (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাসে টিসিবি’র পণ্য পাবেন ৮ হাজার ১২৪ টি পরিবার। উপজেলার ৯ ইউনিয়ন ১ পৌরসভায় টিসিবি’র এই পণ্য বিক্রি করা হবে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৮ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.নজরুল ইসলাম।পবিত্র রমজান মাসে সমগ্র বাংলাদেশে ১ কোটি পরিবারের মধ্যে টিসিবি’র পণ্যসামগ্রী পৌছে দিবে সরকার। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার কার্যক্রম বিষয়ে প্রেসব্রিফিং অনু্ষ্টিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি, বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, সহ-সভাপতি, দীপঙ্কর ভট্টাচার্য লিটন, স্বর্ণ পদকপ্রাপ্ত সাংবাদিক, লেখক, মোহনা টেলিভিশনের শ্রীমঙ্গল, প্রতিনিধি কাজল, দৈনিক দিনকাল পত্রিকা শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক খোলা চিঠি পত্রিকার এডিটর নান্টু রায়, দৈনিক করোতোয়া শ্রীমঙ্গল প্রতিনিধি,নূর মোহাম্মদ সাগর, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি, আমিনুর রশীদ চৌধুরী রুমান প্রমুখ।
এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, প্রেসব্রিফিংয়ে বলেন, টিসিবি’র পণ্য সুষ্ঠুভাবে বিতরনের জন্য প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় একজন করে ট্যাগ অফিসার নিয়োজিত থাকবে । এছাড়াও স্বচ্ছতার জন্য শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিত থেকে সহযোগিতার আহবান জানিয়েছেন । তিনি আরো জানান, আগামী ২০ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে এবং ৭ এপ্রিল পর্যন্ত তা চলবে। প্রতিটি কার্ডের বিপরীতে ২ বার এই পণ্য সরবরাহ করা হবে। ২য় ধাপে রমজানের মাঝামাঝি সময়ে এসব পণ্য সরবরাহ করা হবে। প্রথম পর্যায়ে কার্ড প্রতি ২লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুশুরের ডাল দেয়া হবে। এর মূল্য হবে ৪৬০ টাকা। ২য় ধাপে রমজান মাসে এর সাথে ছোলা সংযুক্ত করা হবে।
কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩