
ডেস্ক নিউজ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার জেদ্দা থেকে আসা এক যাত্রীর লাগেজের ভেতর খেলনা গাড়িতে লুকানো ১০টি অবৈধ সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। খেলনা গাড়িতে সোনার বার এমনভাবে লুকানো ছিল, সাদা চোখে দেখে বোঝার উপায় ছিল না। পরে মোহাম্মদ সাজ্জাদ হোসাইন নামের ওই যাত্রীর লাগেজ মেশিনে স্ক্যান করলে বিষয়টি ধরা পড়ে। তল্লাশি চালিয়ে সেগুলো বের করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সালাউদ্দিন রিজভি কালের কণ্ঠকে বলেন, এখন আইন অনুযায়ী সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৩