মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞ আদালতের আদেশ আমান্য করে গভীর নলকূপ স্থগিতের নোটিশ॥

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে বরেন্দ্র বহুমুখি উন্নয়নকর্তৃপক্ষ গভীর নলকূপ স্থগিতের নোটিশ। আব্দুর রশিদ মন্ডল ০৩/০৩/২০২২ ইং তারিখে বিজ্ঞ ফুলবাড়ী সহকারী জজ আদালত দিনাজপুর এ সেচ কমিটির সভাপতি সহ ৪ জনকে আসামী করে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। যাহার নং-৩২/২০২২ অন্য। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউপির আখিঁঘোটনা (নারায়ন মাধব) গ্রামের মৃত গহিমুদ্দিন মন্ডল এর পুত্র মোঃ আব্দুর রশিদ মন্ডল এর বিজ্ঞ সহকারী জজ আদালত দিনাজপুর বরাবর মামলা এজাহার সূত্রে জানান যায়, বাদী নিম্ন ক তফসিল বর্ণিত সম্পত্তি গত ২১/১২/২০০৯ ইং তারিখে ৪৬৮৪নং রেজিষ্ট্রিকৃত দলিল মূলে এসএ রেকডিয় মালিকের জের ওয়ারিশ জনৈকা মোছাঃ ময়না বেগম, মোছাঃ জাহানারা বেগম, মোছাঃ তহমিনা বেগম, মোছাঃ গোলনাহার বেগম এর নিকট থেকে ক্রয় করেন এবং দখল বুঝিয়া নেন। ক তফসিলে বাদির সম্পত্তির যাহার দাগ নং-১০৩, খতিয়ান এসএ-১১৬, মৌজা-নারায়নপুর, জেএল নং-১৬৩, জমির পরিমান ০৪ শতকের মধ্যে ০৩ শতক।

১৫০ নং খারিজ খতিয়ানে ৭৪/১২-১৩ নং হোল্ডিং এডিসি আর মূল্যে অদ্যবধি খাজনা খারিজ পরিশোধ করে ভোগ দখল করা কালীন নিজেস্ব পরিবার বর্গের শরীক শুষ্ক মৌসুমে ইরি ধান রোপন সহ চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন উচ্চতর উপ সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এর কার্যালয় তৎকালীন বিরামপুর ফুলবাড়ী ইউনিট দিনাজপুর বরাবর আবেদন করিলে গত ০৬/১২/২০১২ ইং তারিখে ৬৩(সং)/১০গং/ফুল/২০১২-১৩ ইং লাইসেন্স নম্বর বাদীর বরাবরে প্রদান করেন। যাহা ২০১৫-১৬ সাল পর্যন্ত নবায়নকৃত । বাদী সেচ লাইসেন্স প্রাপ্ত হওয়ার পর ১০৩ দাগের সম্পত্তিতে গভীর নলকূপ/উঞড স্থাপন করেন। তৎকালীন এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় ডিজেল চালিত মেশিন দ্বারা সেচ কার্যাদি পরিচালনা করেন। তৎকালীন সেচ কমিটির সভাপতি ও ক্ষুদ্র সেচ কমিটির প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম সহ ৪ জন কে বিবাদী করে মোসলেম উদ্দীনের গভীর নলকূপ অবৈধ্য মর্মে এবং বাদীর গভীর নলকূপের লাইসেন্স অক্ষুন্ন রেখে মর্মে অত্র আদালতে ঘোষনা মূলক ডিক্রী প্রার্থনায় ৬৫/২০১৫ অন্য নং মোকদ্দমা আনায়ন করেন।

উক্ত রায় ডিক্রীতে আদেশ হয় যে, অত্র মোকদ্দমাটি ১ ও ২ নং বিবাদীর বিরুদ্ধে দোতরফা সূত্রে বিনা খরচায় এবং অবশিষ্ট্য বিবাদীর বিরুদ্ধে একতরফা সূত্রে ডিক্রী পায়। ১নং বিবাদী আঁখিঘোটনা গ্রামের মৃত জহির উদ্দীনের পুত্র মোঃ মশিউর রহমান সেচ নীতিমালা লংঘন করে বেআইনি ভাবে বাদির কমান্ডিং এরিয়ার মধ্যে তৎকালীন সেচ কমিটি বিবাদীর সাথে যোগ সাযোস করে অবৈধ্য ভাবে লাইসেন্স গ্রহন করেন। আপর দিকে বাদীর গভীর নলকূপের লাইসেন্স, আদালতের রায় ও ডিক্রী থাকার সত্তে ও বাদীর কমান্ডিং এরিয়ার মধ্যে বিবাদী গ তফসিল বর্ণিত লাইসেন্স প্রদান করায় তা বেআইনি অকার্যকরী। বাদির উরোক্ত ৬৩ (সং)/১০/গন/ফুল/২০১২-১৩ লাইসেন্সটি পূনরায় ২০১৭ সাল হইতে ২০২২ইং সাল পর্যন্ত আগামী ৩ বছরের জন্য লাইসেন্সটি বলবদ থাকবে।

গত ৩১/০১/২০২২ ইং তারিখে দপ্তর আদেশে বাদীর গভীর নলকূপটি বিদ্যুৎ সংযোগ যথা নিয়মে সম্পন্ন হয়। পরবর্তীতে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলীর কার্যালয় ফুলবাড়ী থেকে যাহার স্মারক নং-বিএমডিএ/সহ:প্রকৌশলী/ফুল/২০২১-২২/৪১৬ স্মারকে গত ২৮/০২/২০২২ ইং তারিখে দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ কে গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ না প্রদান করার জন্য ৬ জনের বিরুদ্ধে নোটিশ প্রদান করেন। উল্লেখ্য যে, বর্তমানে আব্দুর রশিদের গভীর নলকূপটি চালু রয়েছে। বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ ফুলবাড়ী তার মোনগড়া পত্র দিয়ে অগভীর নলকূপগুলি বন্ধ করার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যপারে আব্দুর রশিদ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রীর আসুহস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit