খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভা ৬ মার্চ রোবার সন্ধ্যা ৬টায় জেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে পৌর অডিটোরিয়ামে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করেছে। সেখান থেকে জেলার বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধণা দেওয়া হয়। এরপর মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধোর স্মৃতিচারণ, বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন আঃ রাজ্জাক সরদার, আঃ আজিজ সিকদার ও মাহাবুব রাজ্জাক। এই সময় জেলার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৭