সাভার (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে আশুলিয়ার গাজিরচট এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। এসময় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁন ও প্রধান আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি ন্যাচারাল সাইন্সের চেয়ারম্যান প্রফেসর ড. ফকির রফিকুল আলমের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষা-প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ এনামুল হক মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা-প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ মোজাফফর হোসেন খন্দকার, সাভার উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক ও ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ আয়নাল হক মাদবর।শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫