ডেস্ক নিউজ : অক্সিজেনের নির্ভরযোগ্য ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রামের দাতব্য মা-শিশু ও জেনারেল হাসপাতালের সাথে অংশীদারিত্ব স্থাপন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। করোনা মহামারি চলাকালে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ ছিল চাহিদার শীর্ষে। মহামারির পুরোটা সময়জুড়েই মেডিক্যাল অক্সিজেনের সরবরাহের মারাত্মক ঘাটতি ছিল। এই অংশীদারিত্বের আওতায়, হাসপাতালে সয়ংসম্পূর্ণভাবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সক্ষম একটি প্রেসার সুইং আবসর্পশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
এই প্ল্যান্টের মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ৪৩৬ লিটার। দেশের প্রথম ব্যাংক হিসেবে এই মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট অনুদান দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড। এর আগে, মা-শিশু ও জেনারেল হাসপাতালসহ মোট তিনটি দাতব্য হাসপাতালে পিএসএ অনুদানের পরিকল্পনা ঘোষণা করেছিল ব্যাংকটি। এই প্ল্যান্টগুলোর মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ১৭০০ লিটার অতিক্রম করবে। চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বৃহস্পতিবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি মাহবুবুল আলম; স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয়; কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং হেড বিটপী দাস চৌধুরী; চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল-এর নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর এম এ তাহের খান, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ পরিচালক প্রফেসর ড. ওয়াজির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘কভিড-১৯-এর কঠিন বাস্তবতা আমাদের সমাজ ব্যবস্থার ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছে। মহামারির চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় এদেশের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য স্থাপন করেছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সকলের জীবন-জীবিকা নিশ্চিতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এই লক্ষ্য পূরণে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালকে অংশীদার হিসেবে পেয়ে আমরা কৃতজ্ঞ। আমরা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তাদের সাহায্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে কভিডে ক্ষতিগ্রস্তদের সাহায্য কার্যক্রম অব্যাহত রাখবো। ’
চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল-এর নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর এম এ তাহের খান বলেন, ‘করোনা মহামারিতে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব ও বিশ্ববাসী এক কঠিন সময় পার করছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সময় হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সবচেয়ে জরুরি হলো পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। এমতাবস্থায় মানবতার কল্যাণে আমাদের করোনা ইউনিটের জন্য অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের ব্যবস্থা করায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে অসংখ্য ধন্যবাদ। এটি অক্সিজেনের ক্রমাগত সরবরাহ বজায় রাখতে আমাদের ব্যাপকভাবে সাহায্য করবে। মানবকল্যাণে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই মহৎ উদ্যোগকে আমরা সম্মান জানাই। ’
কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৯