বিনোদন ডেক্স : ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন অভিনেতা ও সাংসদ দেব। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো প্রেক্ষাগৃহে যেমন দর্শক টেনেছে, তেমনি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে। সেই সাফল্যের জেরে ইন্ডাস্ট্রির একাংশ ইতিমধ্যেই তাঁকে ‘মেগাস্টার’ বলেও আখ্যা দিয়েছেন। অথচ সেই ‘মেগাস্টার’-এর সিনেমাই নাকি জায়গা পাচ্ছে না কিছু প্রেক্ষাগৃহে।
আর মাত্র একদিন পরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেবের নতুন সিনেমা ‘প্রজাপতি ২’। ছবিটির অগ্রিম বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রথম দিনের বেশিরভাগ শো প্রায় হাউসফুল বলেই জানা যাচ্ছে।
এরই মধ্যে মঙ্গলবার দুপুরে দেব নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেখানে তিনি লেখেন, “এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে—কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার।
তারপরও সিনেমাহলে পোস্টার লাগার পরেও আমার সিনেমা জায়গা পায়নি।” পোস্টে তিনি আরও লেখেন, “আশা করি, সিনেমাহলের মালিকরা খুশি। কারণ তারা যদি বাঁচে, বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক। বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে।”
এই স্ট্যাটাসের পর খোঁজ নিয়ে জানা গেছে, কলকাতার রবীন্দ্র সদন চত্বরে অবস্থিত সরকারি প্রেক্ষাগৃহ নন্দন-এ দেবের সিনেমা ‘প্রজাপতি ২’ কোনো শো পায়নি। শুধু এবার নয়, গত কয়েক বছর ধরেই নাকি নন্দনসহ একাধিক সরকারি প্রেক্ষাগৃহে দেবের ছবি দেখানো হয় না।
এ নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে প্রশ্ন উঠেছে—এমপি হয়েও কি সরকারি প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখাতে পারছেন না দেব? সূত্রের খবর, গত কয়েক বছরে দেবের ছবিতে কখনও মিঠুন চক্রবর্তী, আবার কখনও রূপা গাঙ্গুলির মতো বিরোধী দলের পরিচিত মুখদের উপস্থিতির কারণেই নাকি সরকারি প্রেক্ষাগৃহে তাঁর সিনেমা শো পায় না। এর আগেও প্রথম ‘প্রজাপতি’ মুক্তির সময় প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
এবারও যে ছবিমুক্তি নিয়ে লড়াই হবে, তার আভাস সকাল থেকেই পেয়েছেন বলে জানান দেব। ‘প্রজাপতি’ নামের সঙ্গেই যেন যুদ্ধ জড়িয়ে আছে—এমন মন্তব্য করে দেব বলেন, “নিজের বন্ধুদের সঙ্গেই ভালোবাসার (পড়ুন অসহযোগিতার) কথা চলছে। যেদিন আমি স্বপ্ন দেখা বন্ধ করে দেব, যেদিন আমি এটা ভাবা বন্ধ করে দেব যে বাংলা ছবিকে নিয়ে আর ভাবার দরকার নেই—যা আছে ঠিক আছে, সেদিন আর কারও সঙ্গে লড়াই হবে না। সবাই আমাকে ভালোবাসবেন, আদর করবেন।”
উল্লেখ্য, অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে আরও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুমেঘাসহ একাধিক পরিচিত মুখ।
কিউএনবি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:১২