
সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর বন্দরবাজার হাসান মার্কেটে করোনা সংক্রমন প্রতিরোধে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে ২য় পর্যায়ে দেশব্যাপী মাস্ক বিতরণ ও সচেতনতামূলক সভা মার্কেটের ১নং গেইটের সামনে অনুষ্ঠিত হয়।গত ২ মার্চ বুধবার রাতে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, হাসান মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ মাওলানা মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস, সদস্য দুলাল মৃধা, রিন্টু চক্রবর্ত্তী, ব্যবসায়ী আব্দুল মালিক মিলাদ, শরীফ আহমদ, সিরাজুল ইসলাম, সুমন আহমদ, হারুনুর রশীদ, নুরুল হক, শাহীন আহমদ শাহীন, লিয়াকত আহমদ, শাহজাহান আহমদ, প্রণয় বিশ্বাস, সালমান হোসেন ইমন প্রমুখ।সভায় প্রধান অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে।
মাস্ক শুধু করোনা প্রতিরোধ করে না, স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সুস্থ ভাবে জীবন যাপনের লক্ষ্যে গণটিকা কার্যক্রমের ব্যবস্থা করেছেন। সচেতন মহলের পাশাপাশি সর্বস্তরের জনগণকে টিকা গ্রহণ করতে হবে। তবেই করোনা ভাইসরা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও করোনাকালীন সময়ে হাসান মার্কেটের মানবিক সকল কার্যক্রম প্রশংসনীয়। এই মার্কেটের মত সিলেটের সকল মার্কেটকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯