গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশকে সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দেশের সাধারণ নাগরিক মানুষকে তৈরি করে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর। ঐতিহাসিক ৭ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে একটি র্নিদেশে মানুষ সেইদিন ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। অথচ যারা সেদিন গণহত্যা করেছিল সেই মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল বিএনপি। তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ঝালকাঠি পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু কর্নারে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বক্তব্যে এ কথা বলেন।আলোচনা সভায় পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারে সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা,পৌর কাউন্সিলর তরুন কুমার কর্মকার,হাবিবুর রহমান হাবিল প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকমী পৌর কর্মকর্তা কর্মচারী, কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫