মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : রাশিয়া- ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের মধ্যে একজন ফয়সাল আহমেদ সেতু। তাঁর বর্তমান অবস্থান নিয়ে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। আটকে পড়া সেতু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া কৈপাল গ্রামের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদের ছেলে। সেতুর মা টলি খাতুন বলেন, ‘জানি না সেখানকার অবস্থা কেমন। সেতু যখন যোগাযোগ করছে, তখনই অল্প কয়েক মিনিট কথা হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। আমরা খুব ভয়ে আছি আমাদের ছেলের নিরাপত্তা নিয়ে। আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়।’
জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে হামলার ঘটনায় আটকে পড়া ২৯ সদস্যের মধ্যে গোলাবারুদের আঘাতে মৃত্যু হয়েছে একজনের। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে জাহাজটিতে হামলা হয়। এতে নিহত হন ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। ফয়সাল আহমেদ সেতু বৃহস্পতিবার স্থানীয় একজন সাংবাদিকের নিকট ফেসবুক মেসেঞ্জারে জানান, ‘এখন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে জাহাজটিতে যে পরিমাণ খাবার মজুত আছে, তা অল্প কয়েক দিনে শেষ হয়ে যাবে।’এদিকে সেতুর মা টলি খাতুনের একমাত্র চাওয়া, ‘যত দ্রুত সম্ভব আমার ছেলেসহ সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।’
কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪