
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেই রুশ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ৩০ মাইল দূরে অবস্থান করছে বলে ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে। ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত তিনদিনে রুশ সেনাবহর খুব একটা দ্রুতগতিতে এগুতে পারেনি।
ইউক্রেনের প্রতিরোধের মুখেই যান্ত্রিক কারণে এই সেনাবহর দ্রুতগতিতে এগুতে পারেনি বলে বৃহস্পতিবার নিয়মিত গোয়েন্দা ব্রিফিংয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে, রাশিয়ার উপর্যপুরি বোমা হামলার পরও খারকিভ, চেরনিহিভ এবং মারিতপোল ইউক্রেনের অধীনে রয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে রুশ বাহিনীর কয়েকজন সেনা খেরসন শহরে ঢুকে পড়ে। তবে সেখানকার সামরিক পরিস্থিতি এখনো স্পষ্ট নয় বলে ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।
ইউক্রেনের রাশিয়ার হামলার এক সপ্তাহে প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমাদের ওপর পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর থেকে মস্কোর নয় হাজারের মতো সেনাকে হত্যা করা হয়েছে।
কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৭