
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনী নিয়মিতভাবে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে আসছে। নিজের সেনাদের পাশাপাশি রুশ সেনাদের খবরও দিচ্ছে তারা। তবে সেই দাবিগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের সামরিক বাহিনীর সর্বশেষ দাবি, তারা রুশ বাহিনীর অন্তত ৯ হাজার সৈন্য হত্যা কিংবা আহত করেছে।
এদিকে জাতিসংঘ বলেছে, ইউক্রেন থেকে পালিয়ে শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছে অন্তত ১০ লাখ মানুষ। রাশিয়ার হামলায় প্রাণ বাঁচাতে মাত্র সাত দিনেই বিপুলসংখ্যক ইউক্রেনীয় দেশ ছেড়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাশিয়ার আগ্রাসন। মাত্র এক সপ্তাহে এত সংখ্যক মানুষ শরণার্থী হিসেবে পালিয়ে যাওয়ার বিষয়টি বেশ উদ্বেগজনক। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি টুইটারে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনে থেকে যাওয়া লাখ লাখ মানুষের ওপর খড়গহস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা যেন পাঠানো যায়, সে জন্য এ অনুরোধ করেছেন তিনি।
সূত্র : বিবিসি।
কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪