এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিচলী বোঝায় ট্রলির ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামে এক ভ্যানচালক ও বিপ্ল¬ব হোসেন বিলাল (৪২) নামে এক ব্যবসায়ী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। বুধরাব দুপুরে শহরের ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত খোন্দকার আব্দুস ছাত্তারের ছেলে। নিহতের ছেলে জিয়ারুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান তার পিতা বুধবার দুপুরে খালি ভ্যান নিয়ে চৌগাছা-যশোর সড়কের ব্র্যাক অফিসের সামনে দাঁড়িয় ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একিট বিচলী বোঝাই ট্রলি পিছন থেকে তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি পার্শ্ববর্তী একটি গাছের সাথে চাপা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত নজরুল ইসলাম তিন ছেলে ও তিন মেয়ের জনক।
এদিকে মঙ্গলবার রাতে যশোরের চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদহ মোড়ে বিপ্ল¬ব হোসেন বিল¬াল (৪২) নামে এক সার-কীটনাশক ব্যবসায়ীর মোটরসাইকেলে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে এবং দেবিপুর বাজারের সার-কীটনাশক ব্যবসায়ী।
বিপ্ল¬বের ছোটভাই রুবেল হোসেন ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে দেবীপুর থেকে চৌগাছায় যাওয়ার পথে বেপরোয় াগতির একটি ট্রাক তাকে আঘাত করে পালিয়ে যায়। উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আরিফুর ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন ট্রলির চালককে আটেকর চেষ্টা চলছে।
কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২২