
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত গোলাম মোস্তফার মা শতবর্ষি গোলজান বিবি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় পৌরশহরের মোহনপুরে নিজ বাড়িতে ইন্তিকাল করেন। (ইন্না লিল্লাহে …… রাজেউন)। রাত সাড়ে ৮টার দিকে মনিরামপুর ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ছোট ছেলে সাংবাদিক মোতাহার হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে রেখে চিকিৎসা চলছিল। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশত বছর। গোলজান বিবি পৌরশহরের মোহনপুর এলাকার মৃত আসমতুল্লাহ খালাসির স্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯