
সিলেট প্রতিনিধি : নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার এসোসিয়েশন সিলেট জেলা শাখার আহবায় কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ১ মার্চ মঙ্গলবার দুপুরে নগরীর সুরমা মার্কেটে অনুষ্ঠিত হয়। টিসিবি’র ডিলার আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ডিলার মাহফুজুল ইসলাম লাকী’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ডিলার যথাক্রমে শেখ মোঃ আব্দুল মান্নান দুলাল, গুলজার আহমদ জগলু, জিয়াউর রহমান, মোঃ মহব্বত আলী, ফারুক আহমদ, লোকমান হোসেন, সায়মন আহমদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে গুলজার আহমদ জগলুকে আহবায়ক ও আশরাফুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট টিসিবি ডিলার এসোসিয়েশন সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্যরা হচ্ছেন-যুগ্ম আহবায়ক যথাক্রমে শেখ মোঃ আব্দুল মান্নান দুলাল, মাহফুজুল ইসলাম লাকী, জিয়াউর রহমান, আব্দুস ছাত্তার। উপদেষ্টা- মোঃ মহব্বত আলী, লোকমান হোসেন, ফারুক আহমদ নাদিম। সভায় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সিলেট সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে একজন করে এবং জেলা পর্যায়ে ৭ জন দায়িত্বশীল ডিলার নেয়ার দাবী জানান। রমজান মাসে ভোক্তারা ডিলারদের সকল ১০টা থেকে ২টা পর্যন্ত সময় নির্ধারণ ও অবশিষ্ট মাল সরকারি টেক অফিসারের মাধ্যমে ভোক্তাকে তৎকালীন বিক্রির ওপেন সুযোগ করে দেয়া।
একজন ডিলারশীপ বাইরে ট্রাকযোগে মাল বিক্রির পাশাপাশি নির্দিষ্ট একটি স্থানে বিক্রির সময় ও স্থান নির্ধারনের জোর দাবী জানানো হয়। সভায় সিলেট জেলা প্রশাসনের সাথে টিসিবির নিয়ামাবলী বিষয়ে আলোচনা করার ও এসোসিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আগামী ৫ মার্চ শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর শাবান হোটেলে টিসিবি ডিলার এসোসিয়েশন সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিট গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮