গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি “তরুনদের হাতে গড়বো দেশ,আমারসোনার বাংলাদেশ”স্লোগানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সাইকেল র্যালি। ভাষার মাসে মাদক বিরোধী প্রচারা উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর সহযোগিতায় ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এ আয়োজন করে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে। সরকারি বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় যুবকরা শতাধিক সাইকেল নিয়ে র্যালিতে অংশ গ্রহণ করে। র্যালি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করুন কুমার কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল কাদের,শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. ছবির হোসেন,বধ্যভূমি সংরক্ষণ সংগঠনের সভাপতি হাসান মাহামুদ,ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস সভাপতি শাকিল রনি,সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি প্রমুখ।শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যালিটি একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭