এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি শহরে যশোর বাসষ্ট্যান্ড এলাকার আসল ঘোষ ডেয়ারী মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫৩ ধারায় হোটেল মালিক সমর কুমার ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
নির্বাহী অফিসার ইরুফা সুলতানা সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৭