স্পোর্টস ডেস্ক : সিলেট পর্বের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শামীম হোসেন পাটোয়ারি। তার দুর্দান্ত ইনিংসে ভর করে ঢাকাকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম।
সিলেট পর্বের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে লড়াইয়ে নামে আফিফ হোসেনের দল।টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে চট্টগ্রাম। সর্বোচ্চ ৫২ রান আসে শামীমের ব্যাট থেকে। এ ছাড়া ২৪ রানে অপরাজিত ছিলেন বেনি হাওয়েল।
কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২