মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ১মাসে ৩৭ লক্ষ ৭৩ হাজার টাকার মাদক সহ বিভিন্ন পণ্য আটক করেন। ফুলবাড়ী ২৯ বিজিবি গত ১লা জানুয়ারী থেকে ৩ শে জানুয়ারী ২০২২ ইং তারিখ থেকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৭ লক্ষ ৭৩ হাজার ১৫০ টাকার মাদক সহ বিভিন্ন পন্য আটক করেন ও তৎসহ ০৯ জন চোরাকারবারীকে আটক করেন। আটককৃত পন্যের মধ্যে ভারতীয় ফেন্সিডিল ১ হাজার ১শত ৮৮ বোতল, এমকেডিল ১ হাজার ২শত ১৭ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭শত ৪পিচ, গাঁজা ৬ কেজি, বিদেশী মদ ১ শত ২ বোতল, নেশা জাতীয় ইনজেকশন ৪শত পিচ, যৌন উত্তেজক সিরাপ ৩ হাজার ১শত ৯ বোতল, ভারতীয় গরু ৫টি, দেশী ছুরি ১টি, মটর সাইকেল ৩টি মোবাইল ২টি সিম কার্ড ২টি এবং সিএনজি একটি আটক করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) যোগদানের পর থেকে সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানে অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর প্রদত্ত জিরো টলারেন্স নীতি নিশ্চিতকল্পে ফুলবাড়ী ২৯বিজিবি বদ্ধ পরিকর। বিজিবির সদস্যরা অত্যন্ত প্রতিকুল পরিবেশে জীবনের ঝুকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছেন। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায় লে: কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) জানান, আমি যোগদানের পর থেকে সীমান্তে অভিযান চালিয়ে মাদক চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা শূনের কোটায় এনেছি। বর্তমান বিজিবির সদস্যরা এবং অধিনায়ক সীমান্ত রক্ষায় শততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮