
খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুর থানাধীন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের দুর্নীতিবাজ ও সন্ত্রাসী চেয়ারম্যান শাহজালাল মাল, তার ভাই মিন্টু মাল ও তাদের লালিত সন্ত্রাসী বাহিনী চ্যানেল এস ও নয়া শতাব্দী পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি সাংবাদিক খোরশেদ আলম বাবুলের ওপর সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীদের দ্রুত বিচার ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন শরীয়তপুর প্রেসক্লাবসহ শরীয়তপুরের কর্মরত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠন ও সামাজিক সংগঠন।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শরীয়তপুর প্রেস ক্লাব, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েসন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন করা হয়েছে।
এসময় শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি শেখ খলিলুর রহমান শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, যমুনা টিভি প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, ইনডেপেন্ডেন্ট টিভি প্রতিনিধি নুরুল আমিন রবিন, নয়া দিগন্ত প্রতিনিধি বোরহান উদ্দিন রব্বানি, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন, বিএমএসএফ এর সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক বেলালা হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে সাংবাদিকরা জানান, চেয়ারম্যান ও তার সন্ত্রাসবাহিনী তাদের অপরাধের প্রমান লোপাট করতেই সাংবাদিক বাবুলের ওপর অমানবিক হামলা করে তাকে গুরুতর আহত করেছেন। তার কাছ থেকে দুইটি ক্যামেরাও ছিনিয়ে নিয়েছে। আহত সাংবাদিক বাবুল এখনও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন গণমাধ্যম কর্মীরা। এছাড়া নিয়তিনিয়ত হামলার স্বীকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। তাই পুলিশ প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা হয়।
কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩