বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রবাসী আওয়ামীলীগ এর নব গঠিত নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫টায় পৌর শহরের রাধানগর এলাকায় পৌর মেয়রের বাসভবনে ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন গঠন করা হয়। এ সময় পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সাক্ষরীত কমিটিতে আমেরিকা প্রবাসী নেছার আহমেদ খলিফা সভাপতি, দুবাই প্রবাসী নাইম মিয়া সাধারণ সম্পাদক ও মোঃ জুয়েল ভূইয়াকে সংগঠনিক সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এ সময় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, প্রবাসীরা দেশের স্বার্থে পরিবার ছেড়ে বিভিন্ন দেশে থাকেন। প্রত্যেক প্রবাসী দেশের একেক জন রেমিট্যান্স যোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধারা দেশে স্বাধীন করেছে যুদ্ধ করে, আর এখন দেশের অর্থনীতিক চাকা সচল রাখতে প্রবাসে গিয়ে যুদ্ধ করেছেন প্রবাসীরা । তাই প্রত্যেকটি প্রবাসী আমাদের দেশের জন্য অনেক গর্বের।
কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজারুল ইসলাম , যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন, উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নের, সাবেক মেম্বার হান্নান মিয়া,
কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮