মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সরকারি ভাঙ্গাচুরা গাড়িতে বহন করছে রোগী। গত ১৫ বছর আগে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়। এম্বুলেন্সটি কয়েকবার দূর্ঘটনায় পতিত হলে এম্বুলেন্সটির বিপুল পরিমান অর্থ ব্যায় করে মেরামত করা হয়।
বর্তমান ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীর সংখ্যা বেড়ে গেলে এবং জরুরী বিভাগে রোগী এলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর অথবা দিনাজপুর মেডিকেল কলেজে রোগী বহন করতে হয়। এম্বুলেন্সটি অতিপুরাতন হওয়ায় মাঝে মধ্যে রাস্তায় নষ্ট হয়ে যায়। জোড়া তালি দেওয়া এম্বুলেন্সটিতে গত ১৫বছর ধরে রোগী বহন করছেন হাসপাতার কর্তৃপক্ষ। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. মশিউর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, আমরা নতুন এম্বুলেন্স এর বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করেছি।
আপর দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম্বুলেন্স ড্রাইভার মোঃ মকলেছার রহমান এর সাথে কথা বললে তিনি জানান, এম্বুলেন্সটির অবস্থা খুবই খারাপ জোড়া তালি দিয়ে কোন রকম ভাবে চালানো হচ্ছে। বর্তমান এম্বুলেন্সটির আয়ু শেষ হয়ে গেছে। এই এম্বুলেন্সটি প্রায় অকেজ। কোন রকমে ঠিকঠাক করে তা চালানো হচ্ছে। নতুন এম্বুলেন্স জরুরি প্রয়োজন। রোগীরা এলে তাদেরকে অন্য স্থানে বহন করতে কষ্ঠ হয়। কেননা যে কোন মুহুর্তে রাস্তায় এম্বুলেন্সটি খারাপ হয়ে যেতে পারে। এ বিষয়ে জরুরী ভিত্তিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক মহল, সুধিজন, নতুন এম্বুলেন্স বরাদ্দের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।
কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১