খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : গত ১ ফেব্রুয়ারী ভোর রাত ৪টার দিকে জাজিরা উপজেলার মঙ্গল মাঝি ফেরিঘাটের পন্টুন থেকে উঠার সময় হীরা ট্রান্সপোর্টের একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বিভিন্ন পর্যায়ে উদ্ধারাভিযান চালিয়েও আজ পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবে যাওয়া ট্রাকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের জরুরী কাগজপত্র ও ব্যবসায়ীদের মালামাল ছিল।
হীরা ট্রান্সপোর্ট অফিস ও মঙ্গল মাঝির ঘাট সূত্রে জানাগেছে, গত ১ ফেব্রুয়ারী মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরীঘাট থেকে ছেড়ে আসা রোরো ফেরীতে হীরা ট্রান্সপোর্টের পণ্যবাহী একটি (ঢাকা মেট্রো ড-১৪-৫৬০৮) ট্রাক ছিল। ভোর রাত ৪টার দিকে ফেরিটি জাজিরা উপজেলার মঙ্গল মাঝির ঘাট ফেরি ঘাটের পন্টুনে আসে। তখন হীরা ট্রান্সপোর্টের পণ্য বোঝাই ্ট্রাকটি ফেরি থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের পশ্চিম পাশে পড়ে যায়। সেই থেকে বিভিন্ন উপায়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। অদ্যবধি ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি।
হীরা ট্রান্সপোর্টের মালিক নুরুলহুদা টিটু বলেন, ওই রাত ১২টার দিকে পুরান ঢাকার বংশাল থেকে শরীয়তপুর ডিসি অফিসের কয়েকবস্তা কাগজপত্র ও ব্যবসায়ীদের মালামাল বোঝাই করে ট্রাকটি ছেড়ে আসে। একটি রোরো ফেরিতে করে ট্রাকটি মাঝির ঘাটে আসে। ফেরি থেকে গাড়িটি রাস্তায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে গাড়িটি পিছনের দিকে নেমে আসে। চালক ট্রাকটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে পদ্মা নদীতে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারে প্রথমে র্যাকার ব্যর্থ হয়। পরবর্তীতে চেইন কপ্পা লাগিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ট্রাকে থাকা কোন মালামাল যেন খোয়া না যায় সেই জন্য নেট দিয়ে ট্রাকটিকে ঘিরে রাখা হয়েছে। ট্রাকটিতে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল রয়েছে। এই বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরী হয়েছে।
কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮