ময়না আকন্দ,জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (১৯) নামে বাবা ছেলের মৃত্যু হয়েছে।পারিবারিক সূত্র জানায়, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যে গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম মণ্ডলের ছেলে কৃষক ইনতাজের সেচপাম্পের তার ছিড়ে যায়। দুপুরে ইনতাজের ছেলে ফিরোজ ছেঁড়া তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
এ সময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ইনতাজ ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা এবং হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচপাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কিউএনবি/অনিমা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০