খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে ষষ্ঠ ধাপে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে সময় বেশী লাগতে পারে ভেবে অতিরিক্ত বুথ তৈরী করেছে রিটার্নিং অফিসার। বুথ তৈরীতে অতিরিক্ত অর্থ বরাদ্দও দিয়েছেন জেলা নির্বাচন অফিস। কিন্তু নিয়ম নীতি উপেক্ষা করে চিকন্দী ইউনিয়নের ১ নং সমাজ কল্যাণ কেন্দ্রে বুথ তৈরী করতে প্রার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে।
প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, এই ভোট কেন্দ্রে ৭ জন চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত মহিলা ও ২ জন সাধারণ সদস্য প্রার্থীর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রিজাইডিং অফিসার সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জলিল খান ও সহকারী প্রিজাইডিং অফিসার সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ইউনুছ আলী ফকির বুথ তৈরীর জন্য প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা ও সংরক্ষিত এবং সাধারণ সদস্যদের কাছ থেকে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করেছে। চাঁদা না দিলে প্রার্থীদের কোন প্রতিনিধি (এজেন্ট) ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি।
চশমা প্রতিকের এজেন্ট সাকিল হোসেন বলেন, চশমা প্রতিকের প্রার্থী তার মামা হয়। চশমা প্রতিক প্রার্থীর পক্ষ থেকে চাঁদা দিতে দেড়ি করায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ২০ মিনিটের মধ্যে টাকা দেওয়ার শর্তে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। ২০ মিনিট শেষ হলেই সহকারী প্রিজাইডিং অফিসার তাকে টাকার জন্য চাপ দেয়। পরবর্তীতে প্রার্থীকে ডেকে এনে চাঁদা পরিশোধ করে কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করেন তিনি। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, চিকন্দী ইউনিয়নের ১ নং সমাজ কল্যান কেন্দ্রে ৯টি বুথ তৈরী করার দরকার ছিল। সমাজ কল্যান ভবনে ৩টি বুথ করা সম্ভব হয়। বাহিরে তাবু করে আরো ৬টি বুথ তৈরী করতে টাকার প্রয়োজন হয়। তাই তিনি চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে ৫ হাজার ও সদস্য প্রার্থীদের কাছ থেকে ২ হাজার টাকা করে আদায় করেছেন। এক প্রার্থী এক হাজার টাকা কম দিয়েছেন। বুথ তৈরীর জন্য কোন সরকারী অর্থ বরাদ্দ পায়নি তারা।
সদর উপজেলা নির্বাচন অফিসার ও চিকন্দী ইউনিয়ন পরিষদের রির্টানিং অফিসার মো. সোহরাব হোসেন বলেন, যে সকল ভোট কেন্দ্রের বাহিরে বুথ তৈরী করা হয়েছে তার জন্য অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের কোন বিধান নাই। চিকন্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সমাজ কল্যান কেন্দ্রের বাহিরে বুথ তৈরী করার জন্য ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কেউ যদি প্রার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করে তা নিজ দায়িত্বে করেছেন। নির্বাচন অফিস বা রির্টানিং অফিসার এই বিষয়ে কিছুই জানে না।
কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৯