বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ভাগ্নির (বোনের মেয়ের) দাফন শেষে পায়ে হেটে বাড়ি ফেরার পথে সোমবার রাত ১০টার বেপরোয়াগতির একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় পথচারী মামা ব্যবসায়ী এস্কেন্দার চৌকিদার (৬০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার কসবা আল্লাহর মসজিদ বাসষ্ট্যান্ড এলাকায়। নিহত ব্যবসায়ী এস্কেন্দার চৌকিদার পার্শ্ববর্তি মাদারীপুরেরর কালকিনি উপজেলার রামারপোল গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, উপজেলার কসবা গ্রামের জনৈক হালিম হাওলাদারের স্ত্রী ও ব্যবসায়ী এস্কেন্দার চৌকিদারের ভাগ্নি রেক্সোনা বেগম (২৫) সোমবার ভোরে সন্তান প্রসবকালে মৃত্যুবরণ করেন। সোমবার রাতে মরহুমার জানাজা দাফন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ব্যবসায়ী এস্কেন্দার চৌকিদার পায়ে হেটে কসবা আল্লাহর মসজিদ বাসষ্ট্যান্ডে এসেই অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় প্রান হারান। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন বলেন, আমরা অজ্ঞাতনামা ট্রাকটির খোজে নানামুখি তৎপরতা অব্যাহত রেখেছি। নিহতের পরিবারের কেউ এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে রাজি হয়নি।
কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯