বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গত ২৬ জানুয়ারী এক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। দুর্ঘটনাস্থলে দুটি স্প্রিড ব্রেকার ও গুরুতর আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য বাস মালিকের সহায়তার দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের মাধ্যমে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় ও বার্থী ডিগ্রী কলেজ নিরাপদ সড়ক ছাত্র আন্দোলনের ব্যানারে সোমবার সকালে মানববন্ধনে হাজার ঊর্ধ্ব শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।বিক্ষোভ শেষে শিক্ষার্থী বক্তারা বলেন,আর কত প্রান দিতে হবে নিরাপদ সড়কের জন্য,আর কত বাবা-মাকে সন্তানহারা হতে হবে? সড়কে প্রান দিতে হচ্ছে আমার সহপাঠী ভাই বোনকে! আমরা নিরাপদ সড়ক চাই। পরবর্তীতে গৌরনদী মডেল থানা ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫