শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

বানেশ্বর আঞ্চলিক সড়কের কাজ শেষ না করেই উধাও ঠিকাদার দূর্ভোগে সাধারণ মানুষ 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৮৩ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীরপুঠিয়া উপজেলার-বানেশ্বর আঞ্চলিক সড়কটির  সাইড বর্ধিতকরণ ও ডাবিং,উবিএম, কার্পেটিং  এর কাজ অমানসম্পন্ন রেখেই হটাৎ উধাও  ঠিকারদারি প্রতিষ্ঠান কামাল এসোসিয়েট এন্ড হোসেন এন্টারপ্রাইজ এতে করে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে  পুঠিয়া-বানেশ্বরের এই আঞ্চলিক সড়কটি ব্যবহারকারী এই এলাকার প্রায় ১০ হাজার সাধারণ মানুষ । 

সড়কটি রাজশাহী পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা, শাহবাজপুর, জরমডাঙ্গা, ভুবননগর ও চারঘাট উপজেলার মাড়িয়া হয়ে পুঠিয়া উপজেলার বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত বানেশ্বর হাটে গিয়ে মিলিত হয়েছে পুঠিয়া উপজেলারও চারঘাট উপজেলার  প্রায় সকল ব্যবসাই বানেশ্বর কেন্দ্রিক। এছাড়াও এই এলাকার কৃষকের উৎপাদিত কৃষি পণ্যের বেশির ভাগ কেনাবেচা হয় বানেশ্বর হাটে। পুঠিয়া উপজেলাও চারঘাট উপজেলার  ব্যবসায়ীদের অনেকেই তাদের মালামাল বানেশ্বর থেকে সংগ্রহ করে থাকেন। এসব মালামলা সংগ্রহে এবং কৃষকদের উৎপাদিত কৃষি পন্য কেনাবেচার জন্য বেশির ভাগ ক্ষেত্রে চার্জার ভ্যানে নছিমন করিমন ব্যবহার করে থাকেন।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পুঠিয়া উপজেলা ও চারঘাট উপজেলার কৃষকসহ স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরা সাধারণ মানুষ। মহাড়কে আটোরিকশা, চার্জার ভ্যান, নসিমন ও করিমনসহ অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যার ফলে এসব যানবাহন নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীসহ এর মালিকেরা। এসব অবৈধ যানবাহন মহাসড়কে চলাচলের কারণে আটক করে থাকে হাইওয়ে ফাঁড়ি পুলিশ। পরে মহাসড়কে না চালানোর শর্তে তাদের আটককৃত যানবাহনে বিরুদ্ধে মামলা  দেওয়া হয়।

এ সময় কিস্তিতে নেয়া এইসব যানবাহনের চালকেরা কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন কিস্তি দিতে না পারায় বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় তাদের। অনেকেই কিস্তি দিতে না পারায় ঋণগ্রস্থ হয়ে পড়েছেন। সরজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রুরাল কানেকটিভিটি ইমপ্রেমেন্ট প্রজেক্টের পুঠিয়া উপজেলা (কান্দ্রা জিপিএস)-বানেশ্বর (ইউ জেড আর) এর প্রায় সাড়ে এগারো কিলোমিটার সড়কটির চুক্তিমূল্য ধরা হয়েছে ১১ কোটি ৮ লাখ ৮ হাজার ২৪০ টাকা। কাজটি এ বছরের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে শুরু হয়ে শেষ হবে আগামী বছরের আগস্ট মাসের ৯ তারিখে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে রাজশাহীর ঠিকাদিরী প্রতিষ্ঠান কামাল এসোসিয়েট এন্ড হোসেন এন্টারপ্রাইজ  অসমাপ্ত রেখেই উধাও হয়েগেছে  এলাকার সাধারণ মানুষের সড়কটির উন্নয়নে  সড়কটির কাজের মান নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে অভিযোগ করেন, সড়কটির কাজের সঠিক মান নিয়ে। এজিংএ নিম্নমানের ইট দেয়া, সঠিক পরিমাণে বালু খোয়া না দেয়ার অভিযোগ রয়েছে। বানেশ্বর আঞ্চলিক সড়কির কাজ কি কারণে বন্ধ করা হয়েছে এব্যাপারে পুঠিয়া উপজেলা প্রকৌশলী আফরীন রহমান জানান বানেশ্বর আঞ্চলিক সড়কটির কাজ বন্ধ করার কারণ হচ্ছে যেসকল ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পো টির কাজ টেন্ডার নিয়েছে তাদের যে পরিমান অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তাঁর চেয়েও অনেক বেশি অর্থ ব্যয় হবে বলে তাদের কাজ টি বন্ধ তাদের কাজ টি বন্ধ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবিষয়ে রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন  এন্টারপ্রাইজের চেয়ারম্যান আব্দুর রশিদের সাথে মুঠোফনে কথা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে রাজি হননি

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit