তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : আগামী ১৬ জানুয়ারী ঝিকরগাছা পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচনকে সামনে রেখেস্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান হাসান নিপুনের (কম্পিউটার প্রতীকের) প্রচার-প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া সম্প্রতি হওয়ামামলার কারনে বিএনপি সমর্থিত ৮ কাউন্সিলর প্রার্থী পালাতক থাকায় তারাও প্রচার-প্রচারনা চালাতে পাচ্ছেননা। জানাগেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে গেলেও গত ১ জানুয়ারী ঝিকরগাছা থানায় কথিত নাশকতামুলক মামলার কারনে বিএনপি সমর্থিত ৮ কাউন্সিলর প্রার্থী পালাতক জীবন-যাপন করছে। ফলে আসন্ন পৌর নির্বাচনে প্রচার-প্রচারনা করতে না পেরে এসব কাউন্সিলর প্রার্থীরা রয়েছে বেশ বিপাকে পড়েছে।
এছাড়া আওয়ামীলীগ দলীয় মোস্তফা আনোয়ার পাশা জামাল (নৌকা) প্রতীকসহ আওয়ামীলীগের বিদ্রোহী একেএম আমানুল কাদির টুল্লু (খেজুরগাছ), ছেলিমুল হক সালাম (জগ প্রতীক), আব্দুল্লাহ আল সাইদ (রেল ইঞ্জিন) ও ইমতিয়াজ আহম্মেদ শিপন (মোবাইল প্রতীক) নিয়ে বেশ জোরে সোরে প্রচার-প্রচারনা চালিয়ে গেলেও স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হাসান নিপুনের (কম্পিউটার প্রতীক)এর প্রচার-প্রচারনায় বেশ কয়েকদফাবাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান হাসান নিপুন রিটার্ণিং অফিসার বরাবর বেশ কয়েকটি লিখিত অভিযোগ দিয়েছেন। যার অনুলিপি দেয়া হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা থানা ও উপজেলা নির্বাচন অফিসারকে।
দেয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন ভুমিকা নেয়া হচ্ছেনা বলে জানিয়েছেনইমরান হাসান নিপুন। লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার দুপুরে ১নং ওয়ার্ডে তার নির্বাচনী প্রচার মাইক গেলে কয়েকজন যুবক তার প্রচার মাইক ফিরিয়ে দেয় এবং অকর্থ ভাষায় গালিগালাচ করে। বুধবার ৩নং ওয়ার্ডের সম্মিলনী স্কুল মোড় এলাকা থেকে প্রচার মাইকের মেমোরিকার্ড ছিনিয়ে নেয় এবং ২,৩ ও ৪ নং ওয়ার্ডে কম্পিউটার প্রতীকের মহিলা কর্মীদের তাড়িয়ে দেয়।
এছাড়া শুক্রবার বিকালেও এক নাম্বার ওয়ার্ড থেকে কম্পিউটার প্রতীকের প্রচার মাইক তাড়িয়ে দিয়েছে ও নির্বাচনী মহিলা কর্মীদের তাড়িয়ে দিয়েছে।এদিকে প্রতিনিয়ত সাদা পোশাকে পুলিশ তার নির্বাচনী কার্যালয়ের সামনে ঘোরাঘুরি করছে এবং মোবারকপুর গ্রামে বারবার পুলিশি টহলের কারনে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে বলেও জানান কম্পিউটার প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান হাসান নিপুন। তিনি আগামী ১৬ জানুয়ারী ঝিকরগাছা পৌর নির্বাচন অবাধ সুষ্ট করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এসব ব্যাপারে শনিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদেরকে জাননো হয়েছে।
কিউএনবি/আয়শা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩