
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে শুক্রবার সন্ধ্যায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।উপজেলার শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার,অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান, অজিত ঘোষ, আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা হেরমত আলী, নজরুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৪